ইবিটাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ এক টুইটে এমনটি জানায়।
এক টুইট বার্তায় তারা জানায়, আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত ঘটনা পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। পরে তা ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য ও একজন যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল