পটুয়াখালী সদর প্রতিনিধিঃ ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধসহ গণহত্যা বন্ধ করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান পটুয়াখালী জেলা জাকের পার্টি।
শুক্রবার বাদজুমা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বড় চৌরাস্তা এলাকায় জেলা জাকের পার্টিসহ সহযোগী সংগঠনের উদ্দেগে এ সমাবেশ,মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল বের হয়ে মহাসড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয় ।
মানববন্ধন চলাকালিন সময় বক্তব্য রাখেন জাকের পার্টির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ ফারুক আহমেদ, সহ-সভাপতি মিজানুর রহমান বাবুল, সহ-সভাপতি মশিউর রহমান বাবলু, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, যুব ফ্রন্ট সভাপতি মাইনুল ইসলাম রাসেল, ছাত্র ফ্রন্ট সভাপতি মোঃ রাহাত, মৎস্যজীবি ফ্রন্ট এর সভাপতি মোঃ সাইফুর রহমান বাবুল। এসময় উপজেলা জাকের পার্টি, যুব ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, মহিলা ফ্রন্ট মৎস্যজীবি ফ্রন্টসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মো:ইউসুফ/ইবিটাইমস