ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় আমন আবাদ কর্তন আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে। এরই মধ্যে আসন্ন বোরো মৌসুমের ১৩ হাজার ৩৫০ হেক্টরে বোরো আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
ইতিমধ্যেই ঝালকাঠি জেলায় বোরো মৌসুমে হাইব্রিট চাষের জন্য ৮ হাজার কৃষককে কৃষি প্রনোদনার আওতায় ৪৯ লাখ ৯৬ হাজার টাকার প্রনোদনা বরাদ্দ দিয়েছে। এর আওতায় ৮ হাজার কৃষকে হাইব্রিট বোরো ধান চাষের জন্য জনপ্রতি কৃষকে কেজি করে উন্নত জাতের বীজ দেয়া হবে ।
কৃষি বিভাগের সূত্রে জানা গেছে, ৮ হাজার কৃষকের মধ্যে জেলার ৪টি উপজেলায় কতজন করে কৃষক প্রনোদনা সহায়তা পাবে তার উপবরাদ্দ কমিটির সভায় অনুমোদিত হবে।
এদিকে ঝালকাঠির বিএডিসি বীজ বিতরণ কেন্দ্রে কৃষকদের মধ্যে বিক্রির জন্য আড়াই মেট্রিক টন বীজ দেয়া হয়েছে। বিএডিসির বীজ বিতরণ কেন্দ্রের অফিস সূত্রে জানা গেছে ধীর গতিতে হলেও কৃষকা আগাম বোরো চাষের জন্য কেন্দ্র সরকারি মূল্যে বীজ সংগ্রহণ করছে।
বাধন রায়/ইবিটাইমস