ঝালকাঠি প্রতিনিধিঃ শারদীয়া দূর্গা পূজায় আনুষ্ঠানিকভাবে ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে। সোমবার মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের মানুষ দূর্গা দেবীর দর্শনে নেমেছে প্রতিটি পূজা মন্ডবে মহানবমীর মাঙ্গলিক কাজ সম্পন্ন হয়েছে। পূজা মন্ডবগুলিতে সোমবার সকাল থেকেই প্রতিমা দর্শনের হিন্দু ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। নুতন পোষাকে সব বয়সী হিন্দু ধর্মাবলম্বী মানুষের হৃদয়ে বাঁধভাঙা আনন্দ নিয়ে স্বজনদের সাথে একটির একটির মন্দির ঘুরেফিরে দেখছেন। তার সাথে রয়েছে বাহারি ধরণের পছন্দের খাবার। জেলার ১৭৭টি পূজা মন্ডবের নবমীর দিনে বাড়তি চাপ থাকায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সজাগ রয়েছে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আনসার সদস্যরা পূজা মন্ডবের সার্বক্ষনিক নিরাপত্তার কাজ করছে। পাশাপাশি প্রতিটি পূজা মন্ডবে মন্ডব কমিটির স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তার সার্বিক কাজকর্ম করছে। শহর ও গ্রাম এলাকা জুড়ে মন্দিগুলি বিভিন্ন অভয়াবে সাজানো হয়েছে। পাশাপাশি মন্দির ভিত্তিক সড়কগুলিতে বাহারি আলোকসজ্জা করা হয়েছে।
র্যাব সার্বক্ষনিকভাবে টহল দিচ্ছে এবং পুলিশ ও ম্যাজিষ্ট্রেটদের সমন্বয়ে স্ট্রাইককিং ফোর্স মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত পূজা শুরুর পর থেকে কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানিয়েছেন, এই শারদীয় উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে পূর্ব প্রস্তুতি অনুযায়ী সুন্দরভাবে আয়োজন চলছে। জেলা প্রশাসন মাঠ পর্যায়ে এই উৎসব সফল করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে অক্ষুন্ন রাখার জন্য সবার্ত্মক প্রক্রিয়া বিদ্যমান রয়েছে।
বাধন রায়/ইবিটাইমস