কিশোরগঞ্জের ভৈরব জংশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৪ জন নিহত

কিশোরগঞ্জ জেলার ভৈরব রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে সর্বশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েক ডজন

স্টাফ রিপোর্টারঃ সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ‘গোধূলী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ভৈরব অফিসের ডিউটি অফিসার মোশাররফ হোসেন সংবাদ মাধ্যমকে জানান, “২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর, কিশোরগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।”

মোশাররফ আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিশোরগঞ্জের ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন এসে পৌঁছেছে। সোমবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে ট্রেন দুটি ঘটনাস্থলে পৌছায়। ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাসেল বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফায়ার ফাইটার রাসেল জানান, রাত পৌনে ৮টার দিকে ঢাকা ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসে। ট্রেন দুটি উদ্ধার তৎপরতা শুরু করেছে। পুরো উদ্ধার কাজ শেষ হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট-চট্টগ্রাম ও ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে
কখন পুনরায় রেল যোগাযোগ পুনরায় শুরু হবে তা কেহ নির্দিষ্ট করে বলতে পারে নি।

মো: সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »