এসিল্যান্ডের ঘুস কান্ড; নাজিরপুরের ৪ তহশিলদারকে বদলি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের এসিল্যান্ডের ঘুস কান্ডের ঘটনায় ৪ তহশিলদার ও সহকারী তহশিলদারকে বদলি করা হয়েছে। উপজেলা নির্বাহী কমকর্তা ডাক্তার সি ব দাশ সোমবার (২৩ অক্টোবর) ওই সব তহশিলদার ও সহকারী তহশিলদারদের বদলি ও অবমুক্তের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ববিবার বিকালে (২২ অক্টোবর) ওই সব তহশিলদারদের অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোরবর জেলা প্রশাসক কর্তৃক এক আদেশে তাদের জেলার বিভিন্ন উপজেলায় বদলি করা হয়।

বদলিকৃত তহশিলদাররা হলেন উপজেলা মালিখালী ইউনিয়নের তহশিলদার সÍোষ কুমার মন্ডলকে জেলার কাউখালী উপজেলার আমড়াঝুড়ি ইউনিয়ন ভূমি অফিস, দেউলবাড়ি দোবরার এসএম মিজানুর রহমানকে কাউখালী উপজেলার চিড়াপাড়া, দীর্ঘার এম জাকির হোসেনকে নেছারাবাদ উপজেলার বলদিয়া ও শাঁখারীকাঠী ইউনিয়নের সাখাওয়াত হোসেনকে নেছারবাদ উপজেলার গুয়ারেখা ইউনয়িনের ভূমি অফিসে বদলি করা হয়েছে। এ ছাড়া এর আগে গত ২৪ অক্টোবর উপজেলার অন্য ৪ তহশিলদার ও সহকারী তহশিলদার এবং পরে দুই কর্মচারীকে জেলার বাহিরে বদলি করা হয়।

বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহশিলদাররা মিউটেশনের জন্য আসা সেবা প্রত্যাশীদের কাছ থেকে কেস প্রতি ১৫-২০ হাজার টাকা করে ঘুস নিতেন । এসিল্যান্ড মো. মাসুদুর রহমান গত ৮ জুন নাজিরপুরে যোগদানের পর ওই ঘুসের টাকা কমিয়ে ৬ হজার টাকা করেন এবং ওই টাকা থেকে তিনি ৪ হাজার টাকা করে দাবি করেন। এতে ক্ষিপÍ হয়ে তহশিলদাররা তাকে ঘায়েল করতে ওই অডিও ফাঁস করেন।

স্থানীয়রা জানান, উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কয়েক কর্মচারী তাদের চাকুরীর শুরু থেকে অদ্যাবদী একই কর্মস্থলে চাকুরী করছেন। ্এতে তারা সেখানে ব্যাপক প্রভাব ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছেন। ভূমি সেবাকে দুর্নীতি মুক্ত করতে ওই সব কর্মচারীদেরও অন্যত্র বদলি করা জরুরী বলে তাদের দাবী।

উল্লেখ্য, গত জুলাই মাসের প্রথম দিকে উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ড মো. মাসুদুর রহমান কর্তৃক নিজ অফিসে বসে তার সাথে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহশিলদারদের সাথে নামজারির জন্য ঘুসের টাকা নির্ধারনের একটি কথোপকথন হয়। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় এসল্যান্ডকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই অডিওতে জড়িত থাকা এসিল্যান্ডের প্রধান সহযোগী হিসাবে শাঁখারীকাঠী ইউনিয়নের সাখাওয়াত হোসেনের নাম উঠে আসে। সাখাওয়াত হোসেন দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দীর্ঘ দিন শাস্তিতে রয়েছেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »