ভিয়েনায় দুর্গাপূজার মণ্ডপে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ও দূতাবাসের কর্মকর্তাগণ তাদের পরিবার পরিজন সহ স্বল্প সময়ের জন্য উপস্থিত ছিলেন

ভিয়েনা ডেস্কঃ  শনিবার (২১ অক্টোবর) ছিল সনাতন ধর্মলম্বীদের দুর্গাপূজার মহা সপ্তমী। অস্ট্রিয়ায় কয়েক শতাধিক বাংলাদেশী বংশোদ্ভূত হিন্দু ধর্মাম্বালী প্রবাসীর বসবাস।

তাছাড়াও অস্ট্রিয়ায় ভারতের পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক বাঙ্গালী হিন্দু ধর্মাম্বালী বসবাস করেন। ফলে অস্ট্রিয়ায় বিশেষ করে রাজধানী ভিয়েনায় একাধিক বাঙ্গালী পূজার মণ্ডপে প্রবাসী সনাতন ধর্মলম্বীরা তাদের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন।

বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির অফিসে তেমনি একটি দুর্গাপূজার মণ্ডপ তৈরি করেছে বাঙ্গালী হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশন (Bengali Hindu Cultural Association)। সংগঠনটির বর্তমান সভানেত্রী বিথিকা কর বিউটি এবং সাধারণ সম্পাদক ইন্দ্রজিত সাহা।

এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের পরিচিত প্রবীর কুমার সাহা। এই বছর কমিটির পক্ষ থেকে দুর্গাপূজার মণ্ডপ তৈরি ও পূজা অর্চনা যথাযথভাবে সম্পাদনার দায়িত্ব আছেন রঞ্জিত সাহা,লিপন চৌধুরী দে,মান্না দাস,রনি সাহা,দুলাল দত্ত,শুভ সরকার, সুজন সাহা ও সজল সাহা প্রমুখ।

সংগঠনটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা ইউরো বাংলা টাইমসকে জানান, শুক্রবার থেকে মহা ষষ্টী দিয়ে এই মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
তারপর শনিবার মহা সপ্তমী,রবিবার মহা অষ্টমী, সোমবার মহা নবমী এবং মঙ্গলবার বিজয়া দশমীর মাধ্যমে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হবে।

শনিবার সন্ধ্যায় অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ও দূতাবাসের কর্মকর্তাগণ পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও দুর্গাপূজা
পরিদর্শন করতে আসলে বাঙ্গালী হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রদূত নেতৃবৃন্দের সাথে সামান্য কিছু সময় কাটান এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। এই সময় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাম্বালী ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একাধিক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হিন্দু ধর্মাম্বালীরা দুর্গাপূজার এই সময়ে চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে। হিন্দু ধর্মাম্বালীদের বিশ্বাস মতে,ভক্তদের কষ্ট দূর করতে চলতি বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, আর বিজয়া দশমীর দিন একই বাহনে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে চলে যাবেন। অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এই দুর্গাপূজা।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »