ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের চত্বর থেকে বর্নাট্য র‍্যালি বের হয় এবং র‍্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহারিয়ার শরিফ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ মটোরযান পরিদর্শক অনিমেষ মন্ডল।

অন্যদের মধ্যে জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি মাহবুবুল হক দুলাল ও বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় বিআরটিএ পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে জুলাই থেকে জুন পর্যন্ত ২১টি সড়ক দুর্ঘটনায় ৬৬জন আহত হয়েছে নিহত ১৯জন এবং জুলাই ২০২৩ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে ৮টি সড়ক দুর্ঘটনায় ৪৯জন আহত ও ২০জন নিহত হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »