ঝালকাঠিতে শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ  ঝালকাঠি শ্রী শ্রী মদন মোহন আখরাবাড়ীর মন্দির অঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত শারদীয় দূর্গাৎসব উপলক্ষ্যে হিন্দু ধর্মালম্বীদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

বুধবার বেলা সাড়ে ১২টায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ অসিম কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর তরুন কর্মকার স্বাগত বক্তব্য রাখেন। পরে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলার ১০০টি পূজা মন্ডবে তার ব্যক্তিগত তহবিল থেকে শহর ও গ্রাম ভিত্তিক পুজা মন্ডবগুলিতে ৫ ও ৩ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিন্তু মাঝেমাঝে কিছু দুষ্টচক্র এই সম্প্রীতি নষ্ট করার জন্য গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষমতায় এলে এই দেশের হিন্দু সম্প্রদায় অন্য জাতি ধর্মের মতই নাগরিকত্বের সমান সুযোগ-সুবিধা ভোগ করে। তিনি বলেন সামনে নির্বাচন সেকারণে আওয়ামীলীগ সরকারকে সরকার গঠনের ক্ষেত্রে অতিতেও যে ধরণের হিন্দু সম্প্রদায়রা সহযোগীতা করেছে ভবিষ্যতেও সেই সহযোগীতা বজায় রাখতে হবে।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »