হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস চাপায় এক পথচারী নিহত হয়েছে, এ ঘটনায় আহত ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ঘটনাটি ঘটেছে বিকাল সাড়ে ৫ টার দিকে বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে।
জানা যায়, বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের আব্দাফৌজদা আরিছপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে সোয়া মিয়া(৪৫) আদিত্যপুর গ্রামের লাল মিয়ার ছেলে মোহাম্মদ আলী(২০) ও তার ভাই আলী হায়দার(২৪) মুগকান্দী নদী ব্রিকস্ ফিল্ডে শ্রমিকের কাজ করতেন।
কাজ শেষে তারা ৩ জন মিলে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে ব্রিকস্ ফিল্ড থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের আদিত্যপুর ব্রীজের কাছে পৌঁছামাত্রই হঠাৎ টিয়া কালারের একটি মাইক্রোবাস রাস্তার সাইডে ৩ জনকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এসময় ঘটনাস্থলেই সোয়া মিয়া (৪৫) নিহত হয় এবং সাথে থাকা মোহাম্মদ আলী(২০) ও হায়দার আলী(২৪) গুরুতর আহত হয়। পথচারী ও স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোয়া মিয়াকে মৃত ঘোষণা করেন এবং মোহাম্মদ আলী ও তার ভাই হায়দার আলীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই আব্দুল করিম সহ একদল পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস