ভিয়েনা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের ২০১৩ সালের শাপলা চত্বরের হুমকি বুমেরাং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ৯ সময় দেখুন

সরকারের পতন ঘটিয়ে এই বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বাংলাদেশে সূর্য উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনি স্মরণে এ আলোচনা সভা হয়।

তিনি বলেন, ‘সরকার এখন বুঝতে পারছে। বিরোধীদলের আন্দোলনে তাদের পাগলপ্রায় অবস্থা। ওবায়দুল কাদের গতকাল যে কথা বলেছেন- শাপলা চত্বরের চেয়ে ভয়ংকর পরিস্থিতি হবে বিরোধীদলের। এই কথা জানতে বাকি আছে তারা কী ধরনের, কী চরিত্রের? ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেফতার করা উচিত।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতন কীভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে, তারাও (আওয়ামী লীগ) দেখেছে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। অক্টোবর মাস এখনো শেষ হয়নি, মাঝামাঝি। দেশের জনগণ মনে করে এই মাসের মধ্যে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে আমরা সক্ষম হবো। সংসদ ভেঙে দেওয়া হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কী বলে? কে নির্বাচনে আসলো বা না আসলো তা দেখার বিষয় নয়। ঠ্যাং ভেঙে দেবো, মগের মুল্লুক পাইছেন? আমাদের টাকায়, জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন, বাসাভাড়া দেন। আর কে আসলো আর না আসলো মানে?’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘সব কিছুরই একটা শেষ আছে। এই সরকারেরও শেষ আছে। এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হচ্ছে। খালেদা জিয়াসহ যারা জেলখানায় আছেন সবাইকে বের করে নিয়ে আসবো। গণতন্ত্রের বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে।’

সাইফুদ্দিন আহমেদ মনিকে স্মরণ করে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘তিনি যে স্বপ্ন দেখতেন স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক, মানবাধিকার বাংলাদেশ। সেই স্বপ্নটা ছাত্র জীবন থেকে লালন করতেন। তিনি গণঅভ্যুত্থানে নেতৃত্ব যেমন দিয়েছেন, তেমনি বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি তাকে শ্রদ্ধা জানাতে চাই তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে। এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ যদি করতে পারি, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। সংগঠনটির সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ওবায়দুল কাদেরের ২০১৩ সালের শাপলা চত্বরের হুমকি বুমেরাং

আপডেটের সময় ০৯:১৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

সরকারের পতন ঘটিয়ে এই বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বাংলাদেশে সূর্য উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের হলরুমে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনি স্মরণে এ আলোচনা সভা হয়।

তিনি বলেন, ‘সরকার এখন বুঝতে পারছে। বিরোধীদলের আন্দোলনে তাদের পাগলপ্রায় অবস্থা। ওবায়দুল কাদের গতকাল যে কথা বলেছেন- শাপলা চত্বরের চেয়ে ভয়ংকর পরিস্থিতি হবে বিরোধীদলের। এই কথা জানতে বাকি আছে তারা কী ধরনের, কী চরিত্রের? ওবায়দুল কাদেরের এই কথার কারণে তাকে এখনই গ্রেফতার করা উচিত।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদের পতন কীভাবে হয়েছে দেশের জনগণ দেখেছে, তারাও (আওয়ামী লীগ) দেখেছে। এই দেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। অক্টোবর মাস এখনো শেষ হয়নি, মাঝামাঝি। দেশের জনগণ মনে করে এই মাসের মধ্যে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে আমরা সক্ষম হবো। সংসদ ভেঙে দেওয়া হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কী বলে? কে নির্বাচনে আসলো বা না আসলো তা দেখার বিষয় নয়। ঠ্যাং ভেঙে দেবো, মগের মুল্লুক পাইছেন? আমাদের টাকায়, জনগণের টাকায় চলাফেরা করেন, গাড়িতে ওঠেন, বাসাভাড়া দেন। আর কে আসলো আর না আসলো মানে?’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘সব কিছুরই একটা শেষ আছে। এই সরকারেরও শেষ আছে। এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে নতুন সূর্য উঠবে বাংলাদেশে। নতুন পরিবর্তনের দিকে দেশ ধাবমান হচ্ছে। খালেদা জিয়াসহ যারা জেলখানায় আছেন সবাইকে বের করে নিয়ে আসবো। গণতন্ত্রের বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে।’

সাইফুদ্দিন আহমেদ মনিকে স্মরণ করে কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘তিনি যে স্বপ্ন দেখতেন স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক, মানবাধিকার বাংলাদেশ। সেই স্বপ্নটা ছাত্র জীবন থেকে লালন করতেন। তিনি গণঅভ্যুত্থানে নেতৃত্ব যেমন দিয়েছেন, তেমনি বর্তমান স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি তাকে শ্রদ্ধা জানাতে চাই তাহলে এই সরকারের পতন ঘটাতে হবে। এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ যদি করতে পারি, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান। সংগঠনটির সহ-সভাপতি মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ডাকসুর সাবেক এজিএস নাজিমুদ্দিন আলম, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

কবির আহমেদ/ইবিটাইমস