ভিয়েনা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় জয়ের ৫ বছরের কারাদণ্ড

ভিয়েনায় মেট্রোরেল U2 এ কাটা পড়ে তরুণের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ২৩ সময় দেখুন

ভিয়েনা গণপরিবহনের মেট্রোরেল (U Bahn) এর Hausfeldstrasse স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৫ অক্টোবর) ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের মেট্রোরেল (U Bahn) স্টেশন হাউসফেল্ডস্ট্রাসেতে আকস্মিক মেট্রোরেলের ট্র্যাকে পড়ে গিয়ে ১৭ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ভিয়েনা গণপরিবহন ও পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এপিএ জানায়, ১৫ অক্টোবর রবিবার রাত ১০ টার দিকে হতভাগা যুবকটি অজ্ঞাত কারনে আকস্মিকভাবে মেট্রোরেলের ট্র্যাকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই একটি মেট্রোরেল যেটি অ্যাস্পারন নর্ড (Aspern Nord) স্টেশন থেকে স্কোটেনটরের (Schottentor) এর দিকে যাচ্ছিল। মেট্রোরেলের চালক তাৎক্ষণিক জরুরি ব্রেক করা সত্বেও ১৭ বছর বয়সী যুবকের ওপর দিয়ে রেলটি কয়েক মিটার চলে যায়।

মারাত্মক এই দুর্ঘটনার পর ভিয়েনা গণপরিবহনের মেট্রোরেল U2 কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ভিয়েনা পেশাদার রেসকিউ সার্ভিসের জরুরী ডাক্তার এসে নিশ্চিত করেছে যে, যুবকটি ঘটনাস্থলেই মারা গেছে। ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র জুলিয়া শিকের মতে,১৭ বছর বয়সী যুবকের এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যার অভিপ্রায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য স্টেশনের ভিডিও উপাদান এখন মূল্যায়ন করা হচ্ছে।

দুর্ঘটনার পর পরই মেট্রোরেলের বা সাবওয়ের চালক মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পড়ে তাকে ভিয়েনা গণপরিবহন কর্তৃপক্ষ মনস্তাত্ত্বিক সমর্থন দিতে থাকেন।

ভিয়েনা গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন (Wiener Linien) দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ভিয়েনার গণপরিবহন থেকে যাত্রীদের উদ্দেশ্যে এক জরুরী আবেদনে বলা হয়েছে যে,যদি কাউকে আপনারা রেল ট্র্যাকের উপর পড়তে বা ট্র্যাকের বিছানায় নামতে দেখেন, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ট্রেনের জরুরি স্টপেজ টানুন। এই দ্রুত প্রতিক্রিয়া একটি জীবন বাঁচাতে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় মেট্রোরেল U2 এ কাটা পড়ে তরুণের মৃত্যু

আপডেটের সময় ০৮:২৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩

ভিয়েনা গণপরিবহনের মেট্রোরেল (U Bahn) এর Hausfeldstrasse স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৫ অক্টোবর) ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের মেট্রোরেল (U Bahn) স্টেশন হাউসফেল্ডস্ট্রাসেতে আকস্মিক মেট্রোরেলের ট্র্যাকে পড়ে গিয়ে ১৭ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ভিয়েনা গণপরিবহন ও পুলিশ প্রশাসনের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এপিএ জানায়, ১৫ অক্টোবর রবিবার রাত ১০ টার দিকে হতভাগা যুবকটি অজ্ঞাত কারনে আকস্মিকভাবে মেট্রোরেলের ট্র্যাকে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই একটি মেট্রোরেল যেটি অ্যাস্পারন নর্ড (Aspern Nord) স্টেশন থেকে স্কোটেনটরের (Schottentor) এর দিকে যাচ্ছিল। মেট্রোরেলের চালক তাৎক্ষণিক জরুরি ব্রেক করা সত্বেও ১৭ বছর বয়সী যুবকের ওপর দিয়ে রেলটি কয়েক মিটার চলে যায়।

মারাত্মক এই দুর্ঘটনার পর ভিয়েনা গণপরিবহনের মেট্রোরেল U2 কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ভিয়েনা পেশাদার রেসকিউ সার্ভিসের জরুরী ডাক্তার এসে নিশ্চিত করেছে যে, যুবকটি ঘটনাস্থলেই মারা গেছে। ভিয়েনা পুলিশ প্রশাসনের মুখপাত্র জুলিয়া শিকের মতে,১৭ বছর বয়সী যুবকের এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে আত্মহত্যার অভিপ্রায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য স্টেশনের ভিডিও উপাদান এখন মূল্যায়ন করা হচ্ছে।

দুর্ঘটনার পর পরই মেট্রোরেলের বা সাবওয়ের চালক মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পড়ে তাকে ভিয়েনা গণপরিবহন কর্তৃপক্ষ মনস্তাত্ত্বিক সমর্থন দিতে থাকেন।

ভিয়েনা গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন (Wiener Linien) দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ভিয়েনার গণপরিবহন থেকে যাত্রীদের উদ্দেশ্যে এক জরুরী আবেদনে বলা হয়েছে যে,যদি কাউকে আপনারা রেল ট্র্যাকের উপর পড়তে বা ট্র্যাকের বিছানায় নামতে দেখেন, তাহলে অনুগ্রহ করে অবিলম্বে ট্রেনের জরুরি স্টপেজ টানুন। এই দ্রুত প্রতিক্রিয়া একটি জীবন বাঁচাতে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস