ঝালকাঠি প্রতিনিধিঃ সাদাছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ গড়ি, এই স্লোগান নিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা এবং আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা ১২ টায় সমাজসেবা কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। সমাজসেবা কার্যালয়ের শোভাকক্ষে আলোচনা সভায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান। সভাপতিত্ব করেন জেলা সমাজ কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম।
অন্যদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী সজিব বৈরাগী বক্তব্য ক্রিকেট ধারাভাস্য প্রদান করে সবাইকে চমক দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান স ালনায় ৯জন দৃষ্টি প্রতিবন্ধীকে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এর আয়োজন করেছে।
বাধন রায়/ইবিটাইমস