ভিয়েনা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ২৬ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: ফিলিস্তিনে বর্বোরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।

রবিবার (১৫ অক্টোবর) সকালে সদরে এ বিক্ষোভ মিছিল ও পরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার জামেয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার মাঠ থেকে শুরু হয়ে ওই বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ করে।

জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ওই মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদাউসুর রহমান, বাবুর হাট মাদরাসার মুহতামীম মাওলানা ইখলাসুর রহমান, নাজিরপুর থানা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাশকুর, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সবুজ ও মাওলানা মাহমুদুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান এবং ইসরাইলী পণ্য বয়কট সহ বিভিন্ন স্লোগান দেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ

আপডেটের সময় ০৭:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

পিরোজপুর প্রতিনিধি: ফিলিস্তিনে বর্বোরোচিত ইসরাইলি হামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।

রবিবার (১৫ অক্টোবর) সকালে সদরে এ বিক্ষোভ মিছিল ও পরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার জামেয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার মাঠ থেকে শুরু হয়ে ওই বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ করে।

জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ওই মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমিন, সিনিয়র শিক্ষক মাওলানা ফেরদাউসুর রহমান, বাবুর হাট মাদরাসার মুহতামীম মাওলানা ইখলাসুর রহমান, নাজিরপুর থানা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাশকুর, জেলা ইমাম সমিতির সাধারন সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সবুজ ও মাওলানা মাহমুদুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত বোমা হামলা করে নারী-পুরুষ ও শিশুদের নির্মমভাবে গণহত্যা করছে। জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ারও আহ্বান জানান এবং ইসরাইলী পণ্য বয়কট সহ বিভিন্ন স্লোগান দেন।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস