ইইউ এবং চীনের মধ্যে বাণিজ্যে বিশ্বাসযোগ্যতার ঘাটতি

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক এর মতে ইইউ এবং চীনের মধ্যে বাণিজ্যে ভারসাম্যহীনতার কারণে তাদের মধ্যকার আস্থা নষ্ট হয়ে গেছে

ইউরোপ ডেস্কঃ শুক্রবার(১৩ অক্টোবর) চীনের রাজধানী বেইজিং-এর পিকিং বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় ইইউর পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতি বিষয়ক শীর্ষ প্রতিনিধি জোসেপ বোরেল এরূপ মন্তব্য করেন। ইইউ-এর বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বাণিজ্য নিয়ে আলোচনা করতে বোরেল চীনে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে সেখানে অবস্থান করছেন।

জোসেফ বোরেল সতর্ক করে বলেন, এটি জনমতকে প্রভাবিত করতে পারে এবং তাদেরকে আরও দূরে সরিয়ে দিতে পারে। তবে বোরেল আরও বলেন, যথেষ্ট পার্থক্য থাকা সত্ত্বেও চীন এবং ইইউ একসাথে কাজ করার এবং উভয়ের মধ্যকার আস্থা পুনর্গঠনের অনেক জায়গা রয়েছে। তিনি বলেন, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক আন্তঃনির্ভরশীলতা অনেক বেশি এবং তাদের সেই “পারস্পরিক নির্ভরতায় দ্বন্দ্ব কমাতে” হবে।

ভয়েস অফ আমেরিকা তাদের এক প্রতিবেদনে জানায়,তাইওয়ান সম্পর্কে বোরেল বলেন, স্ব-শাসিত দ্বীপের সাথে ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এটিকে স্বাধীন দেশ হিসেবে রাজনৈতিক স্বীকৃতি দেয়াকে বোঝায় না। চীন তাইওয়ানকে তার ভূখন্ডের অংশ হিসেবে দেখে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের মাধ্যমে তাইওয়ানকে অধিগ্রহণের অঙ্গীকার করে।

ইইউ কূটনীতিক আরও বলেন, ইউক্রেনের জনগণকে বেইজিং-এর এটি জানানো প্রয়োজন যে, চীন এই বিনা উস্কানির যুদ্ধে রাশিয়ার মিত্র নয়। ইইউ চীনকে ইউক্রেনে মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »