টাঙ্গাইলে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ পুলিশ কর্মকর্তা

টাঙ্গাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলে কালিহাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিষ্ফোরণে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনসুর দগ্ধ হয়েছে। মহাসড়কে ইউরেনিয়াম পরিবহন যাতায়াতের সময় দায়িত্ব পালন করছিলেন তিনি।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে ইউরেনিয়াম পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নেয়া সময় ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গায় একটি পুরাতন তৃতীয়তলা ভবনে দায়িত্ব পালন করার সময় বৈদ্যুতিক বিষ্ফোরণে তিনি গুরুত্বর আহত হন। আহত মনসুর কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের জ¦ালানি ইউরেনিয়াম সড়কপথে যাচ্ছিল। এসময়  মহাসড়কের এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলার ছাদে দায়িত্ব পালন করছিলেন তিনি। এসময় বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ৩৩ কেভি তারে আগুন লাগে। এতে আগুনের গোলায় এসআই মনসুরের শরীরে এসে পড়লে শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়।

এসময় আরেক পুলিম সদস্য নাজমুল আগুন নিভানোর চেষ্টাও করে ব্যর্থ হন। পরে আহতবস্থায় তাকে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »