শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে ইউরেনিয়াম পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে নেয়া সময় ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গায় একটি পুরাতন তৃতীয়তলা ভবনে দায়িত্ব পালন করার সময় বৈদ্যুতিক বিষ্ফোরণে তিনি গুরুত্বর আহত হন। আহত মনসুর কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, রূপপুরে পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের জ¦ালানি ইউরেনিয়াম সড়কপথে যাচ্ছিল। এসময় মহাসড়কের এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলার ছাদে দায়িত্ব পালন করছিলেন তিনি। এসময় বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ৩৩ কেভি তারে আগুন লাগে। এতে আগুনের গোলায় এসআই মনসুরের শরীরে এসে পড়লে শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়।
তিনি আরো জানান, তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।