ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অনুর্ধ-১৭ জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভাসহ ৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্ভোধন করেছেন। উদ্ভোধনী ম্যাচে কাঠালিয়া সাডেন ডেথ গোলের মাধ্যমে নলছিটি উপজেলাকে ২-১ গোলে পরাজিত করেছে। নির্ধারিত সময়ে গোলশূণ্যভাবে শেষ হয় এবং ট্রাইবেকারেও খেলা নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথ পদ্ধতি গ্রহণ করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, প্যানেল মেয়র তরুন কর্মকার, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনসহ বিভিন্ন সরকারি পর্যায়ের কর্মকর্তা ও ফুটবল দর্শক উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস