জ্বালানির অভাবে ফিলিস্তিনের গাজায় একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। এর ফলে অন্ধকারে ডুবে গেছে পুরো গাজা উপত্যকা
আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (১১ অক্টোবর) ফিলিস্তিনির (প্যালেস্টাইন) গাজার বিদ্যুৎ কর্তৃপক্ষ সকালে জানায়, ইসরাইলি অবরোধের কারণে জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে গাজা।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা জানায়, স্থানীয় সময় বিকেলে বাসিন্দারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার চূড়ান্ত সতর্কবার্তা পান। এর কিছু সময় পরই অন্ধকার হয়ে যায় সব কিছু।
উল্লেখ্য যে, গত শনিবার(৭ অক্টোবর) ফিলিস্তিনির সংগঠন হামাসের হামলার পর গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইসরাইল। এতে গাজায় বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় তারা। গাজার কর্মকর্তারা বলছেন, গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের ‘মানবিক বিপর্যয়’ নেমে আসবে। এখানে প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করেন।
কবির আহমেদ/ইবিটাইমস