চাপে পড়লেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে আটকে দেয়ার পর ভারতের সহজ জয়ই প্রত্যাশিত ছিল দর্শকদের। কিন্তু সেটিকে ভুল প্রমাণ করে অল্প রান তাড়া করতে গিয়েই বড় পরীক্ষা দিতে হয়েছে ভারতে। কোহলি-রাহুলের ব্যাটিং দৃঢ়তায় ছয় উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল স্বাগতিকরা।

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ের এম.এ. চিদাম্বারাম স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৯ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে ৪১.২ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।

২০০ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দলীয় দুই রানের মাঝেই টপ অর্ডারের তিন ব্যাটার রোহিত শর্মা, ইষান কিশান ও সূর্যকুমার যাদবকে হারায় স্বাগতিকরা। দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ভারত। যদিও পরবর্তীতে সেই চাপ ভালোই সামাল দেন দুই ব্যাটার কে এল রাহুল ও বিরাট কোহলি। এই দুইজনের ১৬৫ রানের জুটিতে ভর করে জয়ের ভিত গড়ে ফেলে স্বাগতিকরা।

দলীয় ১৬৭ রানে হ্যাজেলউডের বলে পুল করতে গিয়ে আউট হন কোহলি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১৬ বলে ৮৫ রান। এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন রাহুল। ৫২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।

ম্যাচের শুরুতে অবশ্য উইকেট হারিয়ে বসে অসিরা। ওপেনিং জুটিকে দাঁড়াতে দেননি ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। স্লিপে বিরাট কোহলির চমৎকার ক্যাচ বানিয়ে মিচেল মার্শকে ফেরান শূন্য রানে। ছয় রানে প্রথম উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। দ্রুত উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সাবধানী শুরু করে অসিরা।

ওপেনার ডেভিড ওয়ার্নার ও দুইয়ে নামা স্টিভেন স্মিথ দেখেশুনে মোকাবিলা করেন ভারতীয় পেসারদের। প্রথম পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি তারা। দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও স্মিথ মিলে ৬৮ রানের জুটি গড়ে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। ৫২ বলে ৪১ রান করে দলীয় ৭৪ রানে কুলদ্বীপ যাদবের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এরপরই শুরু অসিদের আসা-যাওয়ার মিছিল।

ফিফটির আক্ষেপ নিয়ে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন স্মিথ। ৭১ বলে ৪৬ রান করেন তিনি। ২৭ রান করা মার্নাস লাবুশেনকেও ফেরান জাদেজা। বাকিদের কেউই থিতু হতে পারেননি ক্রিজে। ১৫ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ দিকে মিচেল স্টার্কের ২৮ রানে ১৯৯ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে মাত্র ২৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন জাদেজা। দুটি করে উইকেট পান কুলদীপ ও বুমরাহ। রবিচন্দ্রন অশ্বিন নেন এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ৪৯.৩ ওভারে ১৯৯ (ওয়ার্নার ৪১, মার্শ ০, স্মিথ ৪৬, লাবুশেন ২৭, ম্যাক্সওয়েল ১৫, ক্যারি ০, গ্রিন ৮, স্টার্ক ২৮, জাম্পা ৬, হ্যাজেলউড ১*; বুমরাহ ১০-০-৩৫-২, সিরাজ ৬.৩-১-২৬-১, পান্ডিয়া ৩-০-২৮-১, অশ্বিন ১০-১-৩৪-১, যাদব ১০-০-৪২-২, জাদেজা ১০-২-২৮-৩)

ভারত : ৪১.২ ওভারে ২০১/৪ (রোহিত ০, ইষান ৯, কোহলি ৮৫, শ্রেয়াস ০, রাহুল ৯৭*, পান্ডিয়া ১১*; স্টার্ক ৮-০-৩১-১, হ্যাজেলউড ৯-১-৩৮-৩, কামিন্স ৬.২-০-৩৩-০, ম্যাক্সওয়েল ৮-০-৩৩-০, গ্রিন ২-০-১১-০, জাম্পা ৮-০-৫৩-০)

ডেস্ক/ইবিটাইমস/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »