ভোলা প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনের জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মনোজ কুমার সাহা, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার হীরামন বৈদ্য, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, পক্ষিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, বোরহানউদ্দিন পৌরসভার কর্মকর্তাবৃন্দ, ইউপি সচিব ও উদ্যোক্তাগণ।
এসময় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব ও সুফল সম্পর্কে আলোকপাত করেন। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে সাধারণ জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে নানাবিধ কর্মসূচী গৃহীত হয়।
এর আগে সকাল দশটায় একটি রেলি বের করা হয়। যা উপজেলা সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে এসে শেষ হয়।
মনজুর রহমান/ইবিটাইমস