ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প আন্দোলনের কর্মসূচির আওতায় ঝালকাঠিতে গণজাগরণের পালা গান অনুষ্ঠিত হয়েছে। খাজা বাবা মঈনুদ্দীন চিশতী, আব্দুল কাদের জিলানীর (বড় পীর) জিবন আলোখ্যের উপরে এই পালাগানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার রাতে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাল্টাপাল্টি প্রশ্ন ও উত্তর নিয়ে এই পালগানের বড়পীর আব্দুল কাদের জিলানীর পরিচিতি ও তার কর্মময় জীবন তুলে গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সাগর দেওয়ান ও ঝুমা বয়াতি পালা গানে পরিবেশন করেছে। জেলা শিল্পকলা একাডেমি এর আয়োজন ও তত্বাবধায়ন করেছে।.
বাধন রায়/ইবিটাইমস