জরুরী পরিস্থিতিতে আশ্রয় সংক্রান্ত বিধি কি হবে তা নিয়ে থাকা মতানৈক্য কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলি
ইউরোপ ডেস্কঃ বর্তমান ইইউ এর প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বে থাকা দেশ স্পেন সম্প্রতি এতথ্য জানিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে ইইউর অভিবাসন নীতি সংস্কার নিয়ে যে আলোচনা চলছে তার সমাধান সহজ হবে ৷
ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস জানিয়েছে, সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ স্পেনিস প্রেসিডেন্সি লিখেছে, ‘‘অভিবাসন এবং আশ্রয় ইস্যুতে জরুরি পরিস্থিতিতে কি ধরনের নীতি অনুসরণ করা হবে এবং কোন দিকে জোর দেয়া হবে তা নিয়ে ইইউ প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছেছেন ৷’’
আশ্রয় নীতি সংস্কারের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই ইইউভুক্ত দেশগুলোর মধ্যে মতানৈক্য চলছিল ৷ ফলে এই বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছানো যাচ্ছিল না ৷ ইইউ আইনপ্রণেতারা সদস্য দেশগুলো ঐকমত্যে না পৌঁছানো অবধি এই বিষয়ে আলোচনা না করার ঘোষণা দেয় ৷
অবশেষে দেশগুলোর মধ্যে সমঝোতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন ৷ তিনি আশা করছেন আগামী বছর অনুষ্ঠিতব্য ইউরোপীয় সংসদের নির্বাচনের আগেই আশ্রয় নীতি সংস্কারের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে ৷
প্রস্তাবিত সংস্কারে অপ্রত্যাশিত অভিবাসন ঠেকাতে গুরুত্ব দেয়া হয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নে অভিবাসন দীর্ঘদিন ধরে এক স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে৷ আসন্ন নির্বাচনের আগে এটি শীর্ষ ইস্যুতে পরিণত হয়েছে ৷
নতুন প্রস্তাবে ইইউ এর বহিঃসীমান্তে আশ্রয় আবেদন করার সময়সীমা বাড়ানোর এবং আশ্রয়প্রার্থীদের জন্য আবাসন এবং সেবার মান কমানোর কথা বলা হয়েছে৷ পাশাপাশি আশ্রয়প্রার্থীদেরকে সীমান্তের কাছে থাকা অভ্যর্থনা কেন্দ্রে ১২ সপ্তাহেরও বেশি সময় রাখার কথা উল্লেখ করা হয়েছে ৷
জার্মানির সরকার মনে করছে, এই প্রস্তাব অনুমোদন হলে আশ্রয়প্রার্থীদের জন্য সেবার মান অনেক নিচে নেমে যাবে৷ ফলে বিষয়টিতে আপত্তি জানিয়ে আসছিল মধ্য ইউরোপের দেশটি ৷ কিন্তু অন্যান্য ইইউ দেশের চাপের মুখে অবশেষে বার্লিন এই প্রস্তাব মেনে নিতে সম্মত হয়েছে ৷
ইইউ দেশগুলো প্রস্তাবটিতে সম্মত হওয়ায় এখন দ্রুত সেটি নিয়ে ইউরোপীয় সংসদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে ৷ আগামী জুনে ইইউ সংসদ নির্বাচন৷ তার আগেই এই প্রস্তাব অনুমোদিত না হলে বিষয়টি নিয়ে আবার দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে ৷
কবির আহমেদ/ইবিটাইমস