দুর্গাপূজা উপলক্ষে লালমোহনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব -২০২৩ উদযাপন উপলক্ষে ভোলার লালমোহনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন থানার আয়োজনে শুক্রবার (০৬ অক্টোবর) বিকালে লালমোহন থানার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, অফিসার ইনচার্জ মাহবুব -উল- আলম।

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি তদন্ত মো. এনায়েত হোসন, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলী আহমদ ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ পঞ্চায়েত, লালমোহন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.জসিম জনি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মাহমুদ লিটন, উপজেলা পুজা উৎসব পরিষদের সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ড, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চন্দ পন্ডি, লালমোহন শ্রী শ্রী কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরের দপ্তর সম্পাদক শংকর মজুমদার, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য প্রতিটি মন্ডপে বাধ্যতামূলক সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এছড়া যেকোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিনস্তরের নিরাপত্তা জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত হয়। লালমোহনে এবার ২০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »