ঝালকাঠি প্রতিনিধিঃ “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি, নাগরিক অধিকার সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন”প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক লতিফা জান্নাতির সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) সাজিয়া আফরোজ, উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল,ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ প্রমুখ।
সভায় জেলা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও ইউনিয়নের চেয়ারম্যান সচিবসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় এ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে অনরূপ কর্মসূচি পালন করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস