এ বছর নোবেল শান্তি পুরষ্কার পেলেন ইরানের কারাগারে বন্দী নার্গেস মোহাম্মদী

ইরানের নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদী এ বছর নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৬ অক্টোবর) সুইডেনের নোবেল পুরষ্কার কমিটি ইরানের নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে এ বছর নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত করেছেন। নোবেল কমিটি জানিয়েছে, ইরানে নারীদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গেস মোহাম্মদীকে শান্তি পুরষ্কার দেয়া হয়েছে। তিনি ইরানে মানবাধিকার রক্ষা এবং সবার স্বাধীনতা নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে বিবিসি জানিয়েছে,এ বছর নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী নার্গেস মোহাম্মদীকে মিথ্যা প্রচারণার অভিযোগে বর্তমানে ইরানের কুখ্যাত এভিন কারাগারে আটকে রাখা হয়েছে। ২০১১ সাল থেকে তাকে বেশ কয়েক-দফা কারাদণ্ড দেয়া হয়।

ইরানের আরেকজন নোবেল বিজয়ী শিরিন এবাদির প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস সেন্টারের উপ-প্রধান নার্গেস মোহাম্মদী। পুরষ্কার ঘোষণার সময় নোবেল কমিটি বলেছে, নার্গেস মোহাম্মদীর সাহসী ভূমিকার জন্য ব্যক্তিগত জীবনে তাকে চরম মূল্য দিতে হয়েছে।

“সবমিলিয়ে ইরানের শাসক গোষ্ঠী তাকে ১৩ বার গ্রেফতার করেছে। এরমধ্যে তাকে পাঁচবার দোষী সাব্যস্ত করে সর্বমোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে,” বলেন নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-এন্ডারসেন। তিনি বলেন, “আমি যখন কথা বলছি তখনও তিনি কারাগারে।”

এক বছর আগে ইরানের নারীরা যে বিক্ষোভ শুরু করেছিলেন সে প্রেক্ষাপটে নার্গেস মোহাম্মদীকে নোবেল পুরষ্কারে ভূষিত করা হলো। ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর পর সে বিক্ষোভ শুরু হয়েছিল। নোবেল কমিটির প্রধান তার বক্তব্যে মাশা আমিনির কথাও উল্লেখ করেছেন।

নার্গেস মোহাম্মদীকে শীঘ্রই মুক্তি দেয়া হবে বলে নোবেল কমিটি আশা করে, যাতে তিনি আগামী ডিসেম্বরে নোবেল পুরষ্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নার্গেস সাফিয়ে মোহাম্মাদী ১৯৭২ সালের ২১ এপ্রিল ইরানের যানজানে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিতা এবং দুই সন্তানের জননী।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »