ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের বিপক্ষে শনিবার মাঠে নামবে ফেভারিট বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ২০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে টাইগাররা।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে আফগানিস্তান। এমনকি শেষ দশ লড়াইয়েও এগিয়ে আছে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় ৬টিতে, আফগানদের জয় ৪টিতে।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার (৬ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হাথুরাসিংহে বলেন, আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন, সত্যিকারার্থে কেমন সুযোগ আছে? তাহলে বলব, যদি আমরা চার থেকে পাঁচটা ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটি আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে।

লঙ্কান এই সাবেক ক্রিকেটার আরও যোগ করেন, মানুষ স্বপ্ন দেখতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে। এটাও একই ব্যাপার। আপনি চেষ্টা করছেন যেন বিশ্বকাপ ভালো যায়, ম্যাচ জিততে পারে। একটু আগেই বলেছি আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য, তাতে কিছু যায়-আসে না।

এদিকে টাইগারদের এবারের বিশ্বকাপ স্কোয়াডে আছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ৪ ক্রিকেটার। এই ক্রিকেটারদের মধ্যে আলাদা করে এনার্জি দেখছেন টাইগারদের এই কোচ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আফগানিস্তানের বিপক্ষে শনিবার মাঠে নামবে ফেভারিট বাংলাদেশ

আপডেটের সময় ০৮:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক: শনিবার (৭ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে টাইগাররা।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। এরমধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে আফগানিস্তান। এমনকি শেষ দশ লড়াইয়েও এগিয়ে আছে বাংলাদেশ। শেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় ৬টিতে, আফগানদের জয় ৪টিতে।

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার (৬ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ হাথুরাসিংহে বলেন, আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। আপনি আমাকে যখন সঠিকভাবে জিজ্ঞেস করেছেন, সত্যিকারার্থে কেমন সুযোগ আছে? তাহলে বলব, যদি আমরা চার থেকে পাঁচটা ম্যাচ জিততে পারি, তাহলে সেমিফাইনাল বা নক-আউট স্টেজে খেলতে পারবো। এটি আমাদের প্রথম লক্ষ্য। এই জিনিসটা করার জন্য আমাদের যথেষ্ট ভালো দল আছে। প্রথমে আমাদের সেমিফাইনালে যেতে হবে।

লঙ্কান এই সাবেক ক্রিকেটার আরও যোগ করেন, মানুষ স্বপ্ন দেখতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্য থাকতে পারে। এটাও একই ব্যাপার। আপনি চেষ্টা করছেন যেন বিশ্বকাপ ভালো যায়, ম্যাচ জিততে পারে। একটু আগেই বলেছি আমাদের লক্ষ্য সেমিফাইনালে যাওয়া। এটা স্বপ্ন হতে পারে বা লক্ষ্য, তাতে কিছু যায়-আসে না।

এদিকে টাইগারদের এবারের বিশ্বকাপ স্কোয়াডে আছেন ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ৪ ক্রিকেটার। এই ক্রিকেটারদের মধ্যে আলাদা করে এনার্জি দেখছেন টাইগারদের এই কোচ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল