রাশিয়ার আক্রমণের পর ইউক্রেন ছেড়ে প্রতিবেশী ইইরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় নিয়েছে প্রায় ৪০ লাখ মানুষ
ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (৫ অক্টোবর) ব্রাসেলসে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইউক্রেনীয় শরণার্থীদের জন্য ইইউতে দেওয়া বিশেষ সাময়িক সুরক্ষার মেয়াদ ২০২৫ সালের মার্চ পর্যন্ত স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে।
ইউরোপের বিভিন্ন ভাষায় প্রকাশিত অভিবাসন বিষয়ক অনলাইন পোর্টাল ইনফোমাইগ্র্যান্টস এক প্রতিবেদনে এতথ্য জানায়, বাস্তুচ্যুত এসব ইউক্রেনীয়দের জন্য গত বছর থেকে একক সাময়িক সুরক্ষা পদ্ধতি চালু করেছিল ইউরোপীয় কমিশন। এই সুবিধার মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হয়েছে ইইউ সদস্য দেশগুলো।
ইউক্রেন থেকে আসা শরণার্থীদের ‘সাময়িক সুরক্ষা’ দিতে ২০২২ সালের ৩ মার্চ একটি প্রক্রিয়ায় গ্রহণে সম্মত হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। আইন অনুযায়ী, ইউক্রেনীয়দের ইইউতে এক বছরের নবায়নযোগ্য বসবাসের অনুমতি, আবাসন, সামাজিক সুবিধা, চিকিৎসা সহায়তা, শ্রমবাজারে কাজে প্রবেশের অনুমতি এবং শিশুদের বিনামূল্যে শিক্ষা লাভের সুযোগ প্রদানের সিদ্ধান্ত হয়।
বর্তমানে ইইউ প্রেসিডেন্সির সভাপতিত্বের দায়িত্ব পালন করছে স্পেন। দেশটি ছয় মাস এই দায়িত্ব পালন করবে।ইউক্রেন বিষয়ে বৈঠকের পর স্পেনের পররাষ্ট্র মন্ত্রী বলেন, “ইইউ যতদিন লাগবে ততদিন ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।”
স্পেনের অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্র্যান্ডে-মারলাস্কা গোমেজ বলেন, “সুরক্ষা মর্যাদার বাড়ানোর আওতায় ইইউতে এরই মধ্যে আশ্রয় পাওয়া ৪০ লাখেরও বেশি শরণার্থীর নিরাপত্তা প্রদান করা হয়েছে।
ইইউ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ইউক্রেনীয়দের আশ্রয় দিয়েছে জার্মানি এবং পোল্যান্ড। এই দুই দেশের প্রতিটিতে দশ লাখেরও বেশি অভিবাসীকে স্বাগত জানানো হয়েছে। ইইউ কমিশন জানিয়েছে, চেক প্রজাতন্ত্র তৃতীয় সর্বোচ্চ পাঁচ লাখ ইউক্রেনীয়কে গ্রহণ করেছে।
কবির আহমেদ/ইবিটাইমস