পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি মো. মোশারেফ জোসেন খানকে ‘সাব্বাশ বেটা’ বলে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিষয়টা বিএনপি ও আ’লীগ সমর্থিত বিভিন্ন জনের ব্যাবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর পিরোজপুর জেলা যুবদলের নতুন কমিটির নেতারা সড়ক পথে নাজিরপুর হয়ে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় নাজিরপুরে সরকার সমর্থিত ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ নিয়ে পরের দিন ছাত্র ও যুবলীগ কর্তৃক যুবদলের উপর হামলা হয়েছে স্বীকার করে উপজেলা আওয়ামলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের একটি বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে গত ১০ সেপ্টেম্বর ওই বক্তব্যের একটি অডিও শেয়ার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান লিখেছেন ‘সাব্বাশ বেটা! এভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ফ্যাসিবাদের পতন ঘটানো যাবে না। বাকশালিদের বিরুদ্ধে লাড়াই কর একসাথে’ । পরে তার মাধ্যমে বিএনপি ও আ’লীগের বিভিন্ন নেতা-কর্মীদের ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী জানান, ওই দিন যুবদলের নেতা-কর্মীরা মোটর সাইকেল বহর নিয়ে নাজিরপুরের পথে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে শ্লোগান দিচ্ছিলেন। তাদের ওই শ্লোগানে বাঁধা দেয়া হয়েছিলো। তিনি আরো বলেন , উপজেলা আ’লীগ সভাপতি মোশারেফ হোসেন খান দলে একজন অনুপ্রবেশকারী। তিনি আগে জাতীয় পার্টির নেতা ছিলেন। জাতীয় পার্টির শাসনামলে তার হাতে আ’লীগের অনেক নেতা-কর্মী বিভিন্ন ভাবে হয়রানীর হয়েছেন। তার ওই বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
এ ব্যাপারে উপজেলা আ’লীগ সভাপতি মোশারেফ হোসেন খান বলেন, তিনি সংগঠনের বিপক্ষে কোন কথা বলেন নি। এ নিয়ে আর কোন মন্তব্য করতে রাজী নন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস