বিশেষ প্রতিনিধি, ইতালি: ইতালির ভেনিসে ফ্লাই ওভার থেকে একটি পর্যটকবাহী বাস বিধ্বস্ত হয়ে আগুন লেগে নিচে পড়ে দুই শিশুসহ অন্তত ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এ ঘটনায় ১৫জন আহত হয়েছেন।
৩ অক্টোবর মোঙ্গলবার রাত প্রায় আনুমানিক ৭:৪০ মিনিট এর দিকে বাংলাদেশি অধ্যুষিত মেস্ত্রে ও মারঘারা সংজোক স্থান এ এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যাত্রীবাহী বাসটি ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে মেস্ত্রে সহরে রেলপথের কাছে নিচে পড়ে যায়। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস সহ উদ্ধার কর্মিরা ঘটনা স্থলে পৌছে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করেন।
আহতদের মেস্ত্রে ত্রেভিজ পাদোবা সহ বিবিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া জন্য দ্রুত প্রেরন করা হয়।
ইতালির ভেনিস শহরে প্রায় ১৮ থাকে ২০ হাজার বাংলাদেশি বসবাস করেন। নিহতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ভেনিস এর আঞ্চলিক গভর্নর লুকা জাইয়া বলেন নিহত ও আহতদের মধ্যে ইতালীয় সহ বিভিন্ন জাতীয়তার লোক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, একটি বিশাল ট্র্যাজেডি ঘটে গেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। জানা যায় বাসটি খাদে পড়ার পর আগুন ধরে যায়।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন। এলাকা বাসির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মোহাম্মাদ উল্লাহ সোহেল/ইবিটাইমস