ভোলা প্রতিনিধি: ভোলার মনপুরায় বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রানী দপ্তরের উদ্যোগে পিপিআই ও খুড়া রোগ প্রকল্পের আওতায় এই টিকা প্রদান কার্যকর উদ্বোধন করা হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হলে চলবে এ ক্যাম্পেইন আগামী ১০ দিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলাদাভাবে এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।উপজেলার প্রাণী সম্পদ দপ্তর মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রানীসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ আবু বক্কর ছিদ্দিক।
তবে এই টিকা ৪ মাস বয়সের উপরের ছাগলকে দেওয়া যাবে। এবং গর্ভবতি ছাগলের ক্ষেত্রে ৩ মাস পর্যন্ত এই টিকা দেয়া যাবে বলে জানিয়েছেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আবু বক্কর ছিদ্দিক।
মনজুর রহমান/ইবিটাইমস