ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের রক্ষিত ২০০৭ সালের পূর্বের মামলাগুলি সংখ্যা ও যাচাই-বাছাই করা হচ্ছে। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতি সপ্তাহে ছুটির দিনে ধানসিড়ি মিলনায়তনে বসে বাছাই কাজ করছে।
১৯৮৪ সাল থেকে আদালত জেলা প্রশাসকের কার্যালয়ে ম্যাজিষ্ট্রেট কোর্ট পরিচালিত হচ্ছিল এবং ২০০৭ সালে বিচারবিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ করা হয়। এই সময় ২০০৭ সালে যে মামলাগুলি নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতগুলিতে বিচারাধীন ছিল সেই চলমান মামলাগুলি নিয়েই বিচারবিভাগ বিচারিক কাজ শুরু করে। এ সময় ১৯৮৪-২০০৭ সাল পর্যন্ত যেসকল মামলা খারিজ হয়েছে বা রায় প্রদান করা হয়েছে সেইসকল মামলাগুলি নির্বাহী বিচারবিভাগে রয়েছে।
১৯৮৪-২০০৭ সালের মধ্যে নির্বাহী বিভাগের ম্যাজিষ্ট্রেট আদালত থেকে রায় দেয়া হয়েছিল সেইসকল মামলাগুলি বাছাই করে আলাদ করা হচ্ছে এবং যেসকল মামলা খারিজ হয়ে তামাদি হয়েছে সেইসকল মামলা পৃথক করা হচ্ছে। একটি সূত্রে জানা গেছে রায় দেয়া মামলাগুলি রেজিষ্টার করে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতগুলিতে প্রেরণ করা হবে এবং তামাদি হয়ে যাওয়া মামলাগুলো এসংক্রান্ত একটি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কাগজের জঞ্জাল রাখা হবে না ধ্বংস করা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বাধন রায়/ইবিটাইমস