ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন এই র্যালিতে নেতৃত্ব দেন। এসময় পৌরসভার প্যানেল মেয়রসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা র্যালিতে অংশগ্রহণ করে।
এবছরে প্রতিপাদ্য বিষয় ছিল স্থিতিশীল নগর অর্থনীতি প্রবৃদ্ধি ও পুনরূদ্ধারে টিকশই নগর সমূহ চালিকাশক্তি। এরপরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতি, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম।
অন্যদের মধ্যে আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান কবির মৎস বিভাগের বেগম সায়েদা প্রমুখ বক্তব্য রাখেন।
একই স্থানে এরপরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা প্রশাসকসহ অন্যন্য অতিথিরা উপস্থিত ছিলেন। আগামীতে স্মার্ট বাংলাদেশের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তৃতীয় শিল্পবিপ্লবে চাহিদাকে সামনে রেখে উৎপাদনের সব সেক্টরে আধুনিক যান্ত্রিকীকরণ করার গুরুত্ব আরোপ করা হয়েছে এবং একই সাথে উৎপাদনশীলতার সাথে যেসকল ব্যক্তি ও উপপাদ্য জড়িত রয়েছে এই ৪র্থ বিপ্লবের সাথে তারাও গতানুগতিক ভাবধারা থেকে আধুনিক মনস্ক হয়ে কাজ করতে হবে বলে অভিমত প্রকাশ করেন।
বাধন রায়/ইবিটাইমস