ইবিটাইমস ডেস্ক: রেকর্ড বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্যা দেখা দিয়েছে। দেশটিতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শহরটির বিরাট অংশ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহরটির রাস্তা, স্কুল, সাবওয়ে ও অনেক ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে গেছে। খবর সিএনএনের।
মার্কিন গণমাধ্যমটি জানায়, শুক্রবার সকালের দিকে টানা বৃষ্টিতে খুব দ্রুত পানি বেড়ে যায়। বেজমেন্টে থাকা অনেক গাড়ি পানিতে তলিয়ে যায়। শহরের সবচেয়ে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। এলাকাটিতে ২০৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা ১৯৪৮ সালের পর সর্বোচ্চ। ব্রুকলিনে শুক্রবার সকালের তিন ঘণ্টায় এক মাসের সমান বৃষ্টি হয়েছে। এর সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের অনেক শাখা রাস্তা ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে রাতভর ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বৃষ্টিপাত আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হকোল বলেছেন, ‘পরিস্থিতি ভয়ঙ্কর ও ঝুঁকিপূর্ণ।’
নিউইয়র্কের পুলিশ বিভাগ একাধিক রাস্তা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ডেস্ক/ইবিটাইমস/এনএল