ঝালকাঠি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৭৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসন ১০০ পাউন্ড ওজনের এক বিশাল কেক কেটেছে।
শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের নেতৃবর্গ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মিলনায়তন ভরা দর্শকদের উপস্থিতিতে জেলা প্রশাসক শিশুদের নিয়ে কেক কাটেন এবং সকলের মাঝে সুশৃঙ্খলভাবে কেক পরিবেশন করা হয়।
বাধন রায়/ইবিটাইমস