ইবিটাইম ডেস্ক: ইসরাইলে এক আরব পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জনকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। একইদিনে আলাদা ঘটনায় ইসরাইলের বাসমত তাবুন ও হাইফাত শহররে ছয় ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলের উত্তরাঞ্চলের বাসমত তাবুন শহরে গুলিতে এক আরব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নাজারেথের উত্তর-পশ্চিমে বাসমত তাবুন শহরে প্রকাশ্য দিবালোকে তিন পুরুষ ও দুই নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অঞ্চলজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নির্বিচারে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।
একইদিনে হাইফাত শহর আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিনের জন্য বন্ধ করে দেয়া হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। শহরজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা।
হামলার জন্য তেল আবিবকে দায়ী করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি বাহিনী।
ডেস্ক/ইবিটাইমস/এনএল