স্পোর্টস ডেস্ক: অবসান ঘটলো সকল জল্পনা কল্পনার। বিশ্বকাপ ক্রিকেটের ‘দল ঘোষণার’ নাটকের পরিসমাপ্তি হয়েছে। নাম ঘোষণা করা হয়েছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে কারা খেলবেন বাংলাদেশ দলে।
ঘোষিত ১৫ সদস্যের দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ তামিম ইকবালের। অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ হাতুরাসিংয়ের অনিচ্ছায় ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। তামিম না থাকলেও বিশ্বকাপ দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় সাকিব আল হাসানকে অধিনায়ক করে এই স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বিশ্বকাপের দল দিয়েছে বোর্ড। এ সময় টাইগারদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করা হয়েছে।
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তরুণ ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব। তবে দলে জায়গা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে থাকা সৌম্য সরকারের।
বাংলাদেশের বিশ্বকাপ দলে রয়েছেন ৫ জন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম। দলে ওপেনার মাত্র দুজন। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ৫জন। অধিনায়ক সাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার ২জন।
এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ৬ ভেন্যুতে খেলবে বিশ্বকাপের ৯ ম্যাচ। দুটি করে ম্যাচ আছে ধর্মশালা, পুনে ও কলকাতায়। এছাড়া চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে অপর তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ধারাবাহিকভাবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলবে সাকিবরা।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।
ডেস্ক/ইবিটাইমস/এনএল