পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়াম রুমে প্রধান অতিথি জেলা প্রশাসক নূর কুতুবুল আলম ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপের উদ্বোধন করেন।এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েদের নিয়ে ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপ অনুষ্ঠনে সভাপতিত্ব করেন এতিম, প্রতিবন্ধী ও দুঃস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ ইব্রাহীম।
এসময় জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন, এতিম প্রতিবন্ধী ও দুঃস্থ মেয়েরা সমাজের বোঝা নয় বরং তারা দেশের সম্পদ। আমরা সবসময় তাদের পাশে আছি। এছাড়া এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে চাইলেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান প্রমুখ।
মো:ইউসুফ/ইবিটাইমস