ভিয়েনায় অর্ণব ও ডোরিনের বিবাহোত্তর জাঁকজঁমক অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সন্তান অর্ণব হাওলাদার আনোয়ার কামাল সাহেবের ছেলে

ভিয়েনা ডেস্কঃ রবিবার (২৪ সেপ্টেম্বর) ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের প্রসিদ্ধ Vienna Kristal Hochzeitsaal এ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের সুপরিচিত হাওলাদার আনোয়ার কামালের ছেলে অর্ণব ও জার্মানির বার্লিন নিবাসী ওবায়দুল হকের মেয়ে ডোরিনের বিবাহোত্তর জাঁকজঁমক বৌভাত অনুষ্ঠান
সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য যে,গত ১১ আগস্ট জার্মানির রাজধানী বার্লিনে অর্ণব কামাল হাওলাদার ও ডোরিন হকের শুভ বিবাহ সম্পন্ন হয়। ভিয়েনায় বিবাহোত্তর জাঁকজঁমক বৌভাত অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ পরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন।

তাছাড়াও এই বিবাহোত্তর জাঁকজঁমক বৌভাত অনুষ্ঠানে জার্মানির রাজধানী বার্লিনে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির একাধিক শীর্ষ নেতৃবৃন্দও
তাদের স্বপরিবার পরিজন সহ উপস্থিত ছিলেন।

বৌভাত অনুষ্ঠানে আপ্যানের পূর্বে বর অর্ণবের পিতা হাওলাদার আনোয়ার কামাল এক সংক্ষিপ্ত বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান এবং বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কনে ডোরিন হকের পিতা ওবায়দুল হক এক সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান। তিনি নেতৃবৃন্দকে বার্লিন সফরের নিমন্ত্রণ জানান। এই সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন মিসেস নিলুফার ইয়াসমিন হাওলাদার ও মিসেস রৌশন হক।

বর ও কনের পিতাদ্বয়ের সংক্ষিপ্ত বক্তব্যের পর হাওলাদার আনোয়ার কামাল আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন গ্রহনের নিমন্ত্রণ জানান। বাংলাদেশী স্টাইলে
বিবাহের খাবারের দায়িত্বে ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের সুপরিচিত দুলাল মিয়া। হাওলাদার আনোয়ার কামাল আমন্ত্রিত অতিথিদের
মুখরোচক ও সুস্বাদু খাবার পরিবেশনের জন্য দুলাল মিয়া সহ তার সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপ্যানের পর আমন্ত্রিত অতিথিরা বর ও কনের সাথে পরিবারে ফটো সেশনে অংশগ্রহণ করেন। আগত অতিথিদের মধ্যে তরুণ-তরুণীরা বিবাহের বিভিন্ন
আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন। এ সময় সকলকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিলো।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »