চরফ্যাশনে দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার বিকালে চরফ্যাশন সদর জেলা পরিষদ মার্কেটে অবস্থিত বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক আজকের দর্পনের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মামুন হোসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাব সদস্য ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি জিল্লুর রহমান তুহিন, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাশন উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি, অনলাইন পোর্টাল সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক ইয়াছিন আরাফাত, নির্বাহী সদস্য ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এম আমির হোসেন, আজকের রূপান্তরের নির্বাহী সম্পাদক শরিফুল আলম সোয়েব, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, সহ সভাপতি ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, যুগ্ম সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনতা প্রতিনিধি মাহাবুবুর রহমান নাজমুল প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোকিত বরিশাল প্রতিনিধি নাফিস পাটোয়ারী, সংবাদ সারাবেলা প্রতিনিধি হাসান লিটন, ঢাকা প্রতিদিন প্রতিনিধি কামরুজ্জামান শাহীন , স্বদেশ প্রতিদিন প্রতিনিধি সজিব শাহরিয়ার, নবচেতনা প্রতিনিধি ইসরাফিল নাইম। আজকের রূপান্তরের সাভার (ঢাকা) প্রতিনিধি সোহাগ হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা প্রতিনিধি মামুন হোসাইন ‘আজকের দর্পণ’ পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধির উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা পিরোজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পত্রিকাটির সম্পাদক এস.এম নূরে আলম সিদ্দিকীর সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।

উল্লেখ্য যে, দৈনিক আজকের দর্পন বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর এটি প্রথম প্রকাশিত হয়।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »