ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে সর্বস্তরের সরকারি কর্মকর্তা ও পেশাভিত্তিক সংগঠনের ব্যক্তিদের নিয়ে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন। অন্যদের মধ্যে রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ঝালকাঠি সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক দেবাশীষ কুন্ড বক্তব্য রাখেন।
১৮ থেকে ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের নাগরিকরা এই সার্বজনিন পেনশন স্কিমের অন্তর্ভূক্ত হতে পারবেন। পেনশন স্কিমের আওতায় পেশাভিত্তিক স্কিম অনুযায়ী মাসে যে যত টাকা স য় হিসেবে জমা দিবে সরকার তার সাথে প্রতিমাসে সমপরিমাণ অর্থ যোগান দিবেন। এইভাবে তিনি পেনশন স্কিমের আওতায় অবসরকালীন সময়ের পর থেকে মাসিক পেনশন পাবেন। যদি তার মৃত হয়ে যায় মৃতর পরেও ধারাবাহিকভাবে তার নমিনি পেনশন গ্রহণ করবেন।
সভায় সতর্ক করে দেয়া হয়েছে একশ্রেণির দল বাংলাদেশের মানুষের বেসরকারি ব্যক্তি পর্যায়ে সরকার যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন সেসম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সুবিধা ব িত রাখার পায়তারা করছে। সভায় স্পষ্ট করে দেয়া হয়েছে এটি কোনো দলীয় সরকারের কর্মসূচি নয় এটা রাষ্ট্রের একটি বৃহত্তর কর্মসূচি। সুতরাং এই স্কিম সম্পর্কে কোন ধরণের বিভ্রান্তির সুযোগ নাই।
বাধন রায়/ইবিটাইমস