ঢাকা প্রতিনিধি: আন্দোলনের নামে নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা করলে জনগণকে নিয়ে সরকার কঠোর হাতে দমন করবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কিনা, তা তাদের ব্যাপার। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা নষ্টের যে কোনো অশুভ তৎপরতা অতীতে যেভাবে জনগণ নস্যাৎ করে দিয়েছে, ভবিষ্যতেও দেবে।
মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হানিফ। সভায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে দলের সাত দিনের কর্মসূচি নির্ধারণ করা হয়।
এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘২০২০ সাল থেকে টানা চার বছর করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবী দুর্যোগকাল পার করছে। বৈশ্বিক মন্দার প্রভাবে অনেক দেশেই জিনিসপত্রের দাম বেড়েছে। বাংলাদেশেও কিছুটা বৃদ্ধি পাওয়ায় মানুষ হয়তো কষ্ট পাচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে।’
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, বি এম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এনএল