ঝালকাঠিতে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালকের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুরের বাসিন্দা ঢাকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (জরিপ) আব্দুস সাত্তার নামের এই ঘুষখোর, দুর্নীতি বাজ, মামলাবাজ, চরিত্রহীন ও লম্পট সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় একই এলাকার বাসিন্দা ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাঠ মৌসুমে ট্রাভার্স জরিপ কাজের ক্যাম্প অফিসার ও সার্ভেয়ারদের সহায়তাকারী কর্মচারী গিয়াস মাহমুদ ওরফে রাজা মিয়া এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আব্দুস সত্তারের চাহিদা মাফিক উৎকোচ দিতে ব্যর্থ হওয়ায় তার রোশানলে পরে রাজা মিয়া এবং তাকে ঢাকার মিরপুর থানায় সহ ৫টি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে। গত ২০২৩ সালে ৮ সেপ্টেম্বর গ্রামের বাড়ি সাতুরিয়া এলাকায় বসে তাকে পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকিসহ খুন, জখমের হুমকি দেয়া হয় এবং এই ঘটনায় রাজা মিয়া ঝালকাঠির রাজাপুর থানায় সাধারণ ডায়েরী করে। এই কর্মকর্তা (আব্দুস সাত্তার) এর দপ্তরে দুর্নীতির বিষয়টি প্রমানিত হলে তাকে বরখাস্ত করা হয় এবং পরে সে আবার চাকুরি ম্যানেজ করে নেয়।

আব্দুস সাত্তারের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় মারধর করার অপরাধে একটি মামলা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ অস্ত্রসহ গ্রেফতার, স্ত্রী নির্যাতনে ঝালকাঠির রাজাপুর থানার দায়েরকৃত মামলায় হাজত খেটেছেন। একই থানায় আরও একটি সন্ত্রাসী কর্মকান্ডের দায়ে মামলা এবং ঢাকার রুপনগর থানায় একটি মামলায় অভিযুক্ত হয়েছেন। এছাড়া রাজাপুরে আরও একটি মামলায় তার বিরুদ্ধে চার্জশীট হয়েছে ও একাধিকবার হাজত খেটেছে।
সে হাজতকালীন সময় ঢাকায় তার দপ্তরে তথ্য গোপন করে বহাল তবিয়তে চাকুরীতে বহাল রয়েছেন। এই কর্মকর্তার বিরুদ্ধে ঢাকাসহ ৫টি মামলা রয়েছে।

এছাড়াও ঢাকার রুপনগরে বিলাশবহুল বাড়ি, সাবারে জমি ক্রয় এবং গ্রামের এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে ছেলেদের নামে বিঘায় বিঘায় জমি ক্রয় করেছেন। এলাকায় মানুষকে সে নানা ধরণের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। রাজাপুর এলাকায় আব্দুস সাত্তার শিকদার ভূয়া ওয়ারেন্ট মামলাবাজ সাত্তার নামে পরিচিত।

এ ব্যাপারে তার সাথে কথার বলার জন্য (০১৭১২১৯৪৬৫৭৫৬) এই নম্বরে যোগাযোগ করা হলে তার এই সকল অপরাধের বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

বাধন রায়/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »