ভিয়েনা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় ৩০,০০০ মানুষের জলবায়ু সুরক্ষার জন্য বিক্ষোভ প্রদর্শন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২০ সময় দেখুন

ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future) এর উদ্যোগে এই বিক্ষোভের ফলে বিকালে ভিয়েনার অনেক প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ফ্রাইডেস ফর ফিউচার উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরের প্রাণকেন্দ্রে প্রায় ৩০,০০০ মানুষ এক শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। তবে এই বিক্ষোভের ফলে ভিয়েনার ট্রাফিক ব্যবস্থায় বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকটাই স্থবির হয়ে পড়ে শহরের প্রধান প্রধান সড়কের ট্রাফিক সিস্টেম।

বিক্ষোভ অনুষ্ঠানের আয়োজকদের মতে, প্রায় ৩০,০০০ মানুষ এতে অংশ নেয়। একটি উন্নত পরিবেশ এবং আরও জলবায়ু সুরক্ষার জন্য তারা বিশ্বের অন্যান্য দেশের সাথে সংহতি রেখে এই বিক্ষোভ করে। অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুধুমাত্র অস্ট্রিয়াতেই, এগারোটি বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করেছে।

“দুর্যোগের গ্রীষ্মের” পরে একটি “জাতীয় জলবায়ু বিপর্যয়ের শীর্ষ সম্মেলন” হল কেন্দ্রীয় দাবি – বলে জানান আয়োজক ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future)।এই শীর্ষ সম্মেলনের জন্য আকাঙ্ক্ষিত প্রতিবাদকারীর সংখ্যা ফ্রাইডেস ফর ফিউচার নিজেই প্রকাশ করেছে। এইবারের বিক্ষোভ নিয়ে সংস্থাটি
এ পর্যন্ত ১৪ বার বিক্ষোভ প্রদর্শন করলো।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,৩০,০০০ মানুষের এই বিক্ষোভ সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামারকে (ÖVP) একটি জলবায়ু বিপর্যয়ের শীর্ষ সম্মেলন সংক্রান্ত একটি জাতীয় সভা আহ্বান করতে যা জলবায়ু নীতিতে পরিবর্তন আনতে পারে তার জন্য চাপ প্রয়োগ করতে করা হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই দুপুর ১২টা থেকে ভিয়েনা শহরের বাইরে ছিল: মধ্যাহ্নভোজের সময় ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের শোয়ার্জেনবার্গপ্ল্যাটজের এসে জড়ো হতে থাকে। তারপর তারা রিং রোড দিয়ে বিক্ষোভ করে রোড পার্লামেন্টের সামনে থামে। জলবায়ু বিক্ষোভকারীরা দুপুর আড়াইটায় ভিয়েনার হেলডেনপ্ল্যাটজ-এসে তাদের বিক্ষোভ শেষ করে।

ভিয়েনা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই বিক্ষোভের জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এই বিক্ষোভ অনুষ্ঠান কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই
শেষ হয় বলে জানান ভিয়েনা পুলিশ প্রশাসন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় ৩০,০০০ মানুষের জলবায়ু সুরক্ষার জন্য বিক্ষোভ প্রদর্শন

আপডেটের সময় ১০:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future) এর উদ্যোগে এই বিক্ষোভের ফলে বিকালে ভিয়েনার অনেক প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ফ্রাইডেস ফর ফিউচার উদ্যোগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরের প্রাণকেন্দ্রে প্রায় ৩০,০০০ মানুষ এক শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। তবে এই বিক্ষোভের ফলে ভিয়েনার ট্রাফিক ব্যবস্থায় বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকটাই স্থবির হয়ে পড়ে শহরের প্রধান প্রধান সড়কের ট্রাফিক সিস্টেম।

বিক্ষোভ অনুষ্ঠানের আয়োজকদের মতে, প্রায় ৩০,০০০ মানুষ এতে অংশ নেয়। একটি উন্নত পরিবেশ এবং আরও জলবায়ু সুরক্ষার জন্য তারা বিশ্বের অন্যান্য দেশের সাথে সংহতি রেখে এই বিক্ষোভ করে। অস্ট্রিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুধুমাত্র অস্ট্রিয়াতেই, এগারোটি বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করেছে।

“দুর্যোগের গ্রীষ্মের” পরে একটি “জাতীয় জলবায়ু বিপর্যয়ের শীর্ষ সম্মেলন” হল কেন্দ্রীয় দাবি – বলে জানান আয়োজক ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future)।এই শীর্ষ সম্মেলনের জন্য আকাঙ্ক্ষিত প্রতিবাদকারীর সংখ্যা ফ্রাইডেস ফর ফিউচার নিজেই প্রকাশ করেছে। এইবারের বিক্ষোভ নিয়ে সংস্থাটি
এ পর্যন্ত ১৪ বার বিক্ষোভ প্রদর্শন করলো।

অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানায়,৩০,০০০ মানুষের এই বিক্ষোভ সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামারকে (ÖVP) একটি জলবায়ু বিপর্যয়ের শীর্ষ সম্মেলন সংক্রান্ত একটি জাতীয় সভা আহ্বান করতে যা জলবায়ু নীতিতে পরিবর্তন আনতে পারে তার জন্য চাপ প্রয়োগ করতে করা হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই দুপুর ১২টা থেকে ভিয়েনা শহরের বাইরে ছিল: মধ্যাহ্নভোজের সময় ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের শোয়ার্জেনবার্গপ্ল্যাটজের এসে জড়ো হতে থাকে। তারপর তারা রিং রোড দিয়ে বিক্ষোভ করে রোড পার্লামেন্টের সামনে থামে। জলবায়ু বিক্ষোভকারীরা দুপুর আড়াইটায় ভিয়েনার হেলডেনপ্ল্যাটজ-এসে তাদের বিক্ষোভ শেষ করে।

ভিয়েনা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই বিক্ষোভের জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এই বিক্ষোভ অনুষ্ঠান কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই
শেষ হয় বলে জানান ভিয়েনা পুলিশ প্রশাসন।

কবির আহমেদ/ইবিটাইমস