ভিয়েনা ১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চিরনিদ্রায় স্ত্রীর পাশেই শায়িত হলেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • ২২ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলা চলচ্চিত্র খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের মর‌দেহ টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর পাশেই দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্প‌তিবার ( ১৪ সে‌প্টেম্বর) সকা‌লে স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানকে।
এদি‌কে গত ২৪ ঘন্টার ব্যাবধানে স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে শোকে পাথর এই খ্যাতিমান পরিচালকের পরিবার ।
প‌রিব‌ারের সদস‌্যরা জানায়,  গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। পরদিন টাঙ্গ‌াইলে স্ত্রীর দাফন শেষে তিনি তার নিজ বাস ভবন ঢাকায় চলে যান। বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পরেন এই গুনি পরিচালক। সারে তিনটার দিকে পরিবারের লোকজন তাকে ঘুম থেকে জাগাতে গেলে তার আর কোন সাড়াশব্দ পাওয়া যায়না।পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার লাশ শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌছেছে।
বৃহস্পতিবার সকাল থেকেই এই গুনি পরিচালকের মুখটা একবার দেখতে ভীড় করছেন স্বজন ও এলাকাবাসী।  সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাযা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।
জানা গে‌ছে, বাংলা চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন এই গুনি পরিচালক।
 উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার
সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুইবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদি‌কে খ‌্যা‌তিমান এই প‌রিচাল‌কের টাঙ্গাইলে জানাযা ও দাফ‌নের সময় কোন প‌রিচালক ও নায়ক নায়িকারা উপ‌স্থিত ছি‌লেন না।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিরনিদ্রায় স্ত্রীর পাশেই শায়িত হলেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান

আপডেটের সময় ০৯:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলা চলচ্চিত্র খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের মর‌দেহ টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে স্ত্রীর পাশেই দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্প‌তিবার ( ১৪ সে‌প্টেম্বর) সকা‌লে স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচিত্রের খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানকে।
এদি‌কে গত ২৪ ঘন্টার ব্যাবধানে স্বামী স্ত্রীর এমন মৃত্যুতে শোকে পাথর এই খ্যাতিমান পরিচালকের পরিবার ।
প‌রিব‌ারের সদস‌্যরা জানায়,  গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান। পরদিন টাঙ্গ‌াইলে স্ত্রীর দাফন শেষে তিনি তার নিজ বাস ভবন ঢাকায় চলে যান। বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পরেন এই গুনি পরিচালক। সারে তিনটার দিকে পরিবারের লোকজন তাকে ঘুম থেকে জাগাতে গেলে তার আর কোন সাড়াশব্দ পাওয়া যায়না।পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই তার লাশ শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌছেছে।
বৃহস্পতিবার সকাল থেকেই এই গুনি পরিচালকের মুখটা একবার দেখতে ভীড় করছেন স্বজন ও এলাকাবাসী।  সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে জানাযা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।
জানা গে‌ছে, বাংলা চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন এই গুনি পরিচালক।
 উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার
সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুইবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদি‌কে খ‌্যা‌তিমান এই প‌রিচাল‌কের টাঙ্গাইলে জানাযা ও দাফ‌নের সময় কোন প‌রিচালক ও নায়ক নায়িকারা উপ‌স্থিত ছি‌লেন না।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস