ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মাইশা ইসলাম(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মাইশা ইসলাম ওই ওয়ার্ডের মমিনুল ইসলামের মেয়ে।
ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশুটির নানি আক্তারা বেগম জানান, মাইশা তার দাদা রফিকুল ইসলামের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে যায়। দাদা রফিকুল ইসলাম তাকে পুকুরের ঘাটলায় রেখে গোসল করছিল। একপর্যায়ে দাদার অজান্তে মাইশা পুকুরের পানিতে পড়ে যায়। পুকুর থেকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।
মনজুর রহমান/ইবিটাইমস