ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান বরখাস্ত

ডিএজি এমরানকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক

ইবিটাইমস ডেস্কঃ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন,ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, আইনে এর কোনো সুযোগ নাই।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলে যেতে হবে, এমন মন্তব্যের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি তো এখন পর্যন্ত জানি না, উনি (মির্জা ফখরুল) কোন অপরাধ করেছেন? উনাকে কেন জেলে যেতে হবে, এটা আমি জানি না। যদি উনি অপরাধ করে থাকেন, তাহলে জেলে যেতে হবে।

শুক্রবার সকাল সোয়া ১০টায় আন্তঃনগর প্রভাতি ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। পরে সড়কপথে নিজ নির্বাচনী এলাকা কসবায় যান আইনমন্ত্রী।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »