বাংলাদেশ দূতাবাস ভিয়েনা ও স্থায়ী মিশন এর নতুন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম দূতাবাস কার্যালয়ে অস্ট্রিয়া আওয়ামী লীগের সাথে পরিচিতি সাক্ষাৎ করেছেন
ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে নব নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এর আমন্ত্রণে অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ দূতাবাস ভবনে মান্যবর রাষ্ট্রদূতের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্ব সম্পন্ন করেছেন।
এই সময় অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সন্মানিত সভাপতি এম নজরুল ইসলাম।
অস্ট্রিয়া আওয়ামী লীগের সন্মানিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি আক্তার হোসেন, সহ সভাপতি রুহি দাস, সহ সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ কামাল,মিজানুর রহমান শ্যামল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এবং অষ্ট্রিয়া বাংলাদেশ সিনিয়র ক্লাবের সহ সভাপতি সাইফুল ইসলাম জসিম।
মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম নেতৃবৃন্দের সাথে ব্যক্তিগত কুশলাধি বিনিময় ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সার্বিক পরিস্থিতি নিয়ে
আলোচনা করেন।
অস্ট্রিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে নতুন রাষ্ট্রদূত হিসাবে তাকে স্বাগত জানান।
তারা আশা করেন যে, তার আগমনে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি ব্যাপক উপকৃত হবেন।
কবির আহমেদ/ইবিটাইমস