ভিয়েনা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপা লিগে কোন দল কোন গ্রুপে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র এর পর এবার ইউরোপা লিগে কে কার বিপক্ষে খেলবে সেটিও চূড়ান্ত করা হয়েছে। এবারের ইউরোপা লিগে ইউরোপের শীর্ষ দলগুলোর মধ্যে রয়েছে কেবল লিভারপুলই। এছাড়া রয়েছে ওয়েস্ট হাম, আয়াক্স, মার্শেই, ব্রাইটন, ভিয়ারিয়াল এবং বেয়ার লেভারকুসেনের মতো পরিচিত দলগুলো।

এবার বেশ সহজ গ্রুপে পড়েছে ইউরোপীয় ফুটবলের অন্যতম পরাশক্তি লিভারপুল। ‘অল রেড’দের গ্রুপে আছে এলএএসকে, ইউনিয়ন সেন্ট গিলোইসে এবং তুলুজ। তাই লিভারপুলকে হারাতে বাকি দলগুলোকে বেশ কষ্টই করতে হবে।

এবার গ্রুপ ‘বি’কে সবচেয়ে শক্তিশালী বিবেচনা করা হচ্ছে। এই গ্রুপে গত মৌসুমে দারুণ খেলা ব্রাইটন, নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স, ফরাসি পরাশক্তি অলিম্পিক মার্শেই’র সঙ্গে রয়েছে গ্রিসের এইকে এথেন্স।

কোন গ্রুপে কারা

গ্রুপ ‘এ’: ওয়েস্ট হাম, অলিম্পিয়াকোস, ফেইবুর্গ, বাকা তোপোলা

গ্রুপ ‘বি’: আয়াক্স, মার্শেই, ব্রাইটন, এইকে এথেন্স

গ্রুপ ‘সি’: রেঞ্জার্স, রিয়াল বেতিস, স্পার্তা প্রাগ, আরিস লিমাসল

গ্রুপ ‘ডি’: আতালান্তা, স্পোর্তিং লিসবন, স্ট্রুম গ্রাজ, রাকো

গ্রুপ ‘ই’: লিভারপুল, এলইএসকে, ইউনিয়ন সেন্ট গিলোইসে, তুলুজ

গ্রুপ ‘এফ’: ভিয়ারিয়াল, রেনে, ম্যাকাবি হাইফা, প্যানাথিনাইকোস

গ্রুপ ‘জি’: এএস রোমা, স্লাভিয়া প্রাহা, শেরিফ, সেরভেতে

গ্রুপ ‘এইচ’: লেভারকুসেন, কারাবাখ, মোলডে, হাকেন

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপা লিগে কোন দল কোন গ্রুপে

আপডেটের সময় ০৬:২৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র এর পর এবার ইউরোপা লিগে কে কার বিপক্ষে খেলবে সেটিও চূড়ান্ত করা হয়েছে। এবারের ইউরোপা লিগে ইউরোপের শীর্ষ দলগুলোর মধ্যে রয়েছে কেবল লিভারপুলই। এছাড়া রয়েছে ওয়েস্ট হাম, আয়াক্স, মার্শেই, ব্রাইটন, ভিয়ারিয়াল এবং বেয়ার লেভারকুসেনের মতো পরিচিত দলগুলো।

এবার বেশ সহজ গ্রুপে পড়েছে ইউরোপীয় ফুটবলের অন্যতম পরাশক্তি লিভারপুল। ‘অল রেড’দের গ্রুপে আছে এলএএসকে, ইউনিয়ন সেন্ট গিলোইসে এবং তুলুজ। তাই লিভারপুলকে হারাতে বাকি দলগুলোকে বেশ কষ্টই করতে হবে।

এবার গ্রুপ ‘বি’কে সবচেয়ে শক্তিশালী বিবেচনা করা হচ্ছে। এই গ্রুপে গত মৌসুমে দারুণ খেলা ব্রাইটন, নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স, ফরাসি পরাশক্তি অলিম্পিক মার্শেই’র সঙ্গে রয়েছে গ্রিসের এইকে এথেন্স।

কোন গ্রুপে কারা

গ্রুপ ‘এ’: ওয়েস্ট হাম, অলিম্পিয়াকোস, ফেইবুর্গ, বাকা তোপোলা

গ্রুপ ‘বি’: আয়াক্স, মার্শেই, ব্রাইটন, এইকে এথেন্স

গ্রুপ ‘সি’: রেঞ্জার্স, রিয়াল বেতিস, স্পার্তা প্রাগ, আরিস লিমাসল

গ্রুপ ‘ডি’: আতালান্তা, স্পোর্তিং লিসবন, স্ট্রুম গ্রাজ, রাকো

গ্রুপ ‘ই’: লিভারপুল, এলইএসকে, ইউনিয়ন সেন্ট গিলোইসে, তুলুজ

গ্রুপ ‘এফ’: ভিয়ারিয়াল, রেনে, ম্যাকাবি হাইফা, প্যানাথিনাইকোস

গ্রুপ ‘জি’: এএস রোমা, স্লাভিয়া প্রাহা, শেরিফ, সেরভেতে

গ্রুপ ‘এইচ’: লেভারকুসেন, কারাবাখ, মোলডে, হাকেন

ডেস্ক/ইবিটাইমস/এনএল