অস্ট্রিয়ার Oberösterreich রাজ্যের Traunsee তে এবছর অত্যন্ত আনন্দঘন পরিবেশে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের বার্ষিক পিকনিক ২০২৩ সম্পন্ন করেছে
ভিয়েনা ডেস্কঃ অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির একটি অন্যতম সুশৃঙ্খল আঞ্চলিক সমিতি। ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে নিয়মিতভাবে এই আঞ্চলিক সংগঠনটি প্রতি বছর গ্রীষ্মকালে (জুলাই-আগষ্ট) অস্ট্রিয়ার বিভিন্ন আকর্ষণীয় পর্যটন সমৃদ্ধ স্থানে তাদের বার্ষিক পিকনিক সম্পন্ন করে আসছে। এই বছর বরাবরের মত সমিতির সদস্য ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অনেক শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারই ধারাবাহিকতায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতি এই বছর তাদের বার্ষিক পিকনিক ২০২৩ Traunsee তে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ করল। তবে বিকালের দিকে বৃষ্টিপাতের ফলে এ বছর সংগঠনটি পূর্ব নির্ধারিত মহিলাদের বালিশ খেলা,পুরুষ ও শিশুদের বিভিন্ন খেলার ইভেন্ট বাতিল করতে হয়েছে।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বর্তমান সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে এই আকর্ষণীয় পিকনিক অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরী। আর বিশেষ সহযোগিতায় ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন সরকার ও
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মামুন হাসান।
সকাল প্রায় সাড়ে আটটার কিছু পূর্বে ভিয়েনার সেন্ট্রাল রেল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর পরই সমিতির সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরীর অনুরোধে সফরের দোয়া ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সন্মানিত ইমাম শায়েখ গোলামুর রহমান আজহারী।
ঘন্টাখানেক চলার পরে লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের একটি পার্ক প্লেসে সকালের নাস্তা সম্পন্ন ও যাত্রা বিরতি করেন তারা। ভিয়েনা থেকে যাত্রা শুরুর পর
বিরতি সহ প্রায় ৪ ঘন্টা পর তারা তাদের গন্তব্যে পৌঁছায়। লেকে পৌঁছানোর পর পরই সবাই যার যার মতো করে Traunsee এ ঘুড়াঘুড়ি করে। তারমধ্যে
অনেকে লেকের স্পীড বোট ঘন্টা হিসাবে ভাড়া করে লেকে নিজ হাতে বোট চালিয়ে আনন্দ উপভোগ করেন। আবার অনেকে লেকের পাড় থেকে ক্যাবল কারের মাধ্যমে পাহাড়ে উঠেন। এই সময় প্রায় সকলকেই ফেসবুক লাইভ,ভিডিও ধারণ ও ছবি তুলতে দেখা যায়।
লেকের সন্নিকটস্ত একটি গাড়ির পার্ক প্লেসে তারা মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। মধ্যাহ্নভোজের পর পরই একই সাথে জোহর ও আছরের সফরের দুই রাকায়াত নামাজ আদায় করা হয়। জামায়াতে নামাজে ইমামতি করেন শায়েখ গোলামুর রহমান আজহারী। নামাজের পর অনেকেই যার যার মত করে লেক দেখতে বেড়িয়ে পড়েন। বিকালের দিকে বৃষ্টির কারণে পরিকল্পিত সময়ের কিছু পূর্বেই ভিয়েনার উদ্দেশ্যে বাধ্য হয়ে বাস ছেড়ে দিতে হয়।
ফেরত পথে পুনরায় লোয়ার অস্ট্রিয়ার Melk জেলার একটি পার্কিং জোনে বিকালের নাস্তা সম্পন্ন করেন বিকালের নাস্তা শেষে ফিরতি পথে পিকনিকের টিকেটের ক্রমিক নাম্বারের উপর রাফেল ড্র করা হয় এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ২০১৩ সালে প্রতিষ্ঠার পরিকল্পনা এবং এই পর্যন্ত সংগঠনটির সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য সংগঠনটির কার্যকরী কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন সরকার ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মামুন হাসান কে বিশেষ উপহার প্রদান করা হয়।
বাসের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক আতাউল চৌধুরীর তত্ত্বাবধানে বিভিন্নজনের বক্তব্য, আলোচনা, সঙ্গীত ও পিকনিকের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য
অনুষ্ঠিত হয়। ভিয়েনা পৌঁছানোর কিছু পূর্বে সভাপতি কবির আহমেদ এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অস্ট্রিয়া কুমিল্লা সমিতির মহিলা সদস্যদের প্রতি মুখরোচক খাবার রান্নার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পিকনিকের সমাপ্তি ঘোষণা করেন।
কবির আহমেদ/ইবিটাইমস