বৃষ্টি উপেক্ষা করে বিএনপির পূর্ব ঘোষিত এই পতাকা মিছিলে অংশ নেয় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক
ইবিটাইমস ডেস্কঃ বিএনপি ও তার সমমনা দলগুলো সরকার পতনের এক দফা দাবিতে শুক্রবার (২৫ আগস্ট) ঢাকায় কালো পতাকা মিছিল করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতা কর্মীরা দুটি ভিন্ন ভিন্ন মিছিল বের করে।
মিছিল শুরুর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানের উপর নির্মিত অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে মির্জা আব্বাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এতে বক্তব্য দেন। মিছিলটি নয়াপল্টন থেকে বের হয়ে ঢাকার দয়াগঞ্জে গিয়ে শেষ হয়।
তবে চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকায় বিএনপির এই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কবির আহমেদ/ইবিটাইমস